রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুর থানায় ৬ জুয়াড়িসহ আটক-১০

বিরামপুর থানায় ৬ জুয়াড়িসহ আটক-১০

স্টাফ রিপোর্টার :  দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ ৬ জুয়াড়ি, গ্রেফতারী পরোয়ানায় ৪ জনসহ ১০ জন আসামীকে আটক করে। থানা অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ১০জন আসামীকে ১৫ মার্চ (শনিবার) দিনাজপুর পুলিশ কোর্টে সোপর্দ করা হয়েছে।
১৫ মার্চ শনিবার বিরামপুর থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক এঁর দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিত্বে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত দশটায় উপজেলার পৌর এলাকার টাটকপুর তাসের জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে জুয়াখেলা অবস্থায় ৬ জন জুয়াড়িকে আটক করেছেন।
আটককৃতরা জুয়াড়িরা হলেন- উপজেলার টাটকপুর ফকির পাড়ার সুলতান মাহমিদের ছেলে হামিদ মাহমুদ(৩২), এলাকার গোলাম মোস্তফার ছেলে নাহিদ ইসলাম(২৮), আব্দুস সাত্তারের ছেলে মাজহারুল ইসলাম(৪২), মনছের আলির ছেলে রাসেল শেখ(২৪),মকলেছার রহমানের ছেলে রায়হান কবির (২৫) ও খয়ের পাড়ার আলিফ উদ্দিনের ছেলে আশিকুর রহমান(৩২)। অন্যান্য মামলায় গ্রেফতারকৃত ৪জন হলেন- উপজেলার জগদিসপুরের আব্দুল লতিফ এর ছেলে নাসিম আহম্মেদ(২৯), উপজেলার কাটলা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার আজাহার আলির ছেলে আক্কাস আলি (৩০) ও জেলার ফুলবাড়ি উপজেলার সুজাপুর মধ্যপাড়ার জনাব আলির ছেলে সাগর আলি (৩০), একই উপজেলার উত্তর কৃষ্ণপুর এলাকার মোন্যাফ মন্ডলের ছেলে মাসুম আলী(৩৫)।

৩৮ Views
CATEGORIES