প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩১, ২০২৩, ১২:২৮ অপরাহ্ণ
বিরামপুর সরকারী কলেজের জনপ্রিয় শিক্ষিকা হায়াত খানের বিদায় অনুষ্ঠান

স্টাফ রিপোটার : বিরামপুর সরকারী কলেজের প্রাণী বিদ্যা বিভাগের জনপ্রিয় শিক্ষিকা হায়াত খানের বিদায় অনুষ্ঠান হয়েছে কলেজ প্রশাসন ও শিক্ষক পরিষদের ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে করেছেন।
৩১ আগস্ট বৃহস্পতিবার সকাল-বিকাল পরীক্ষার মধ্য সময় দুপুরে বিরামপুর কলেজের অধ্যক্ষ (ভার:) অদ্বৈত্য কুমার অপুর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠান হয়। বিরামপুর সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক এএসএম আলমগীর সঞ্চালনা করেন। শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীগন বিদায়ী শিক্ষিকা হায়াত খানের ভুয়সী প্রংশসা করে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বিদায় জানান।
বিদায়ী শিক্ষিকা হায়াত খান, এ ধরনের আয়োজন করায় সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit