প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:৩১ অপরাহ্ণ
বিল ক্লিনটন হাসপাতালে

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রচন্ড জ্বর নিয়ে সোমবার ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সাবেক এই প্রেসিডেন্ট গত কয়েক বছর ধরে বিভিন্ন শারিরীক জটিলতায় ভূগছেন। তার কার্যালয় আজ এই খবর জানিয়েছে।
৭৮ বছর বয়সী ডেপুটি চীফস অব স্টাফ অ্যাঞ্জেল ইউরিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্ট বার্তায় বলেছেন, ‘সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের জ্বর বেড়ে যাওয়ায় পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষনে রাখার জন্য আজ বিকেলে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন।’ তিনি খুব ভালো আছেন। চিকিৎসকরা তার খুব যত্ন নিচ্ছেন।’
এরআগে রক্তের সংক্রমনের কারনে ২০২১ সালের অক্টোবরে পাঁচ রাত হাসপাতালে ছিলেন।
ক্লিনটন ২০০৪ সালে হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে তার বাইপাস সাজারি হয়। এর ৬ বছর পর তার হার্টে রিং পরানো হয়।
চিকিৎসকরা তাকে নিরামিষ জাতীয় খাদ্য গ্রহণসহ জীবনধারা পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন।
এরআগে ক্লিনটন ২০২২ সালেকোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন। তখন তিনি করোনার টিকা নিয়েছিলেন। টিকা নেওয়ার জন্য জনগণকে উৎসাহিত করেছিলেন।
বিল ক্লিনটন ১৯৯৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit