বীরগঞ্জে জামাতের ইফতারের প্রস্তুতিকালে বিএনপি’র হামলা: ২ জামাত কর্মি হাসপাতালে চিকিৎসাধীন


স্টাফ রিপোর্টার : দিনাজপুরের বীরগঞ্জের শিবরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রথের বাজার মসজিদের পাশে জামাত পূর্ব নির্ধারিত ২৭ রমজানে ইফতার মাহফিলের আয়োজন করে। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোহবুল খাঁ ছোট ভাই আশাবুদ্দিন খাঁ জামাতকে ওই স্থানে ইফতার করতে দিবে না মর্মে হুমকি দেয়।
জামাত কর্মী আহত আনিসুর রহমান জানায়, বিএনপি নেতা আশাবুদ্দিন খাঁ এর বাধার পর অদ্য ২৮ মার্চ শুক্রবার পার্শ্ববর্তী একটি মিলের চাতালে ইফতারের প্রস্তুতি চলাকালে দেউলী গ্রামের খকন খাঁ এর পুত্র ও ওয়ার্ড বিএনপির সভাপতি মহবুল খাঁ এর ছোট ভাই বিএনপি নেতা আশাবুদ্দিন খাঁ বাধা দেয়। জামাতের কর্মীরা তাদের কথা কর্ণপাত না করে আয়োজন করতে থাকে। উক্ত ঘটনার জের ধরে ইফতার আয়োজক কমিটির সদস্য শিবরামপুর গ্রামের আব্দুস সালামের পুত্র জামাত কর্মী আনিসুর রহমান বাজারে একটি চায়ের দোকানে ছেলেকে নিয়ে গেলে সেখানে তার উপর হামলা চালায়। বর্তমানে সে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছে। আনিসুরের উপর হামলার প্রতিবাদে মামাতো ভাই দেউলী গ্রামের আব্দুল কাদেরের পুত্র দেলোয়ার হোসেন এগিয়ে এলে তার উপরেও হামলা চালায়। আমি নিজেও এক সময় বিএনপি’র সমর্থক ছিলাম। ৫ই আগস্ট এর পর বিএনপি’র কর্মকাণ্ডের উপর ক্ষিপ্ত হয়ে জামাতের কর্মী হিসেবে কাজ শুরু করি।ওয়ার্ড জামাতের আমির আব্দুল্লা বলেন, জামাত কর্মী আনিসুর রহমানের উপর বাজারে হামলা চালানোর পর বাজারের পাশে ইফতারের আয়োজনস্থল পার্শ্ববর্তী মিলের চাতালে গিয়ে হামলা করে।
১৬ Views