শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্যাটিং-বোলিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশ

ব্যাটিং-বোলিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): ব্যাটিংবোলিং ব্যর্থতায় এক ম্যাচ বাকী থাকতেই ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

আজ টিটোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০৬ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। রান বিবেচনায় টিটোয়েন্টি ফরম্যাটে এটি সবচেয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশের ক্ষেত্রে এটি দ্বিতীয় বড় হার

সিরিজের প্রথম ম্যাচ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। ফলে ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে ক্যারিবীয়রা। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও হেরেছিলো বাংলাদেশ

সেন্ট কিটসে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার কিয়ানা জোসেফের হাফসেঞ্চুরি ডিয়ান্ড্রা ডোটিনের ঝড়ো ইনিংসের সুবাদে ২০ ওভারে উইকেটে ২০১ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টিটোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এই প্রথম কোন দল ২শ রানের কোটা স্পর্শ করলো। বাংলাদেশের বিপক্ষে আগের সর্বোচ্চ ১৮৯ রান করেছিলো অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজের জোসেফ ৩৬ বলে ৯টি চার ২টি ছক্কায় ৬৩ রান করেন আগের ম্যাচে ২২ বলে ৫১ রান করা ডটিন এবার ২০ বলে ৪৯ রান করেছেন। তার ইনিংসে ৫টি ছক্কা ছিলো

ফাহিমা খাতুন ৩টি, রাবেয়া খান ২টি স্বর্ণা আকতার ১টি উইকেট নেন

২০২ রানের টার্গেটে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের তোপের মুখে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। পুরো ২০ ওভার খেলে উইকেটে ৯৫ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। শারমিন ২২, স্বর্ণা ১৬ লতা মন্ডল ১৩ রান করেন

ম্যাচ সেরা হয়েছেন জোসেফ

আগামী ফেব্রুয়ারি সিরিজের তৃতীয় শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ

৬২ Views
CATEGORIES

COMMENTS