প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১২:৪১ অপরাহ্ণ
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
![]()
পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তিন পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমানের সাথে স্পিনার হিসেবে আছেন মেহেদি হাসান মিরাজ ও রিশাদ হোসেন।
একাদশে নেই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। প্রায় ১৪ মাস পর মাহমুদুল্লাহকে ছাড়া ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ।
ওয়ানডেতে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪১ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এর মধ্যে ভারত ৩২টিতে এবং বাংলাদেশ ৮টিতে জিতেছে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
আইসিসির ইভেন্টে এখন পর্যন্ত ভারতকে একবারই হারিয়েছে বাংলাদেশ। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৫ উইকেটে জিতেছিলো টাইগাররা।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ভারতের একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, হার্ষিত রানা, মোহাম্মদ সামি ও কুলদীপ যাদব।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit