শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারত গেল জাতীয় ইয়ুথ ও জুনিয়র হ্যান্ডবল দল

ভারত গেল জাতীয় ইয়ুথ ও জুনিয়র হ্যান্ডবল দল

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী জানুয়ারি পর্যন্ত ভারতের লক্ষ্মৌতে আইএইচএফ মেন ট্রফি ২০২৪, কন্টিনেন্টাল ফেসএশিয়ার বাছাইপর্বের রাউন্ড অনুষ্ঠিত হবে

প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে আজ বিকেলে ভারতের উদ্দেশে দেশত্যাগ করেছে ৩৪ সদস্যের বাংলাদেশ ইয়ুথ জুনিয়র হ্যান্ডবল দল

প্রতিযোগিতায় বাংলাদেশ, কাজাকাস্তান, উজবেকিস্তান এবং স্বাগতিক ভারতসহ মোট টি দেশের ইয়ুথ জুনিয়র ক্যাটাগরির ২টি করে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। উভয় ক্যাটাগরীর বিজয়ী দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জণ করবে

আগামীকাল জানুয়ারি জুনিয়র ইয়ুথ উভয় ক্যাটাগরীতে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাকাস্তান। পরের দিন জুনিয়র দলের প্রতিপক্ষ উজবেকিস্তান ইয়ুথ দল খেলবে ভারতের বিপক্ষে জানুয়ারি শেষ ম্যাচে বাংলাদেশ জুনিয়র দল লড়বে স্বাগতিক ভারতের বিপক্ষে, ইয়ুথ দলের প্রতিপক্ষ উজবেকিস্তান

জানুয়ারি উভয় ক্যাটাগরির সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১ম সেমিফাইনালে গ্রুপের নম্বর দল লড়বে চার নম্বরে থাকা দলের বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে খেলবে গ্রুপের নম্বর দল

জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ

ফাইনালের আগে সেমিফাইনালে বিজীত দুই দল ব্রোঞ্জ পদকের জন্য মাঠে নামবে

প্রতিযোগিতা শেষে আগামী জানুয়ারি বাংলাদেশ দলের ঢাকায় ফেরার কথা রয়েছে

বাংলাদেশ ইয়ুথ দল (অনূর্ধ্ব১৮) : মো: রাতুল উদ্দিন (অধিনায়ক), মো: এবাদত হোসেন রাসেল (সহঅধিনায়ক), মো: ফারশিদ খান, মো: জাকারিয়া রহমান (গোলরক্ষক), মো: সোহাগ আলী, মো: আতিক হোসেন আকাশ, মো: রায়হান হাসান রাব্বি, সজীব কিসকো (গোলরক্ষক), মো: অনিক ইসলাম, রিপন আহমেদ রাহাদ, তৌফিকুর রহমান, সিয়াম ইসলাম, মো: রনি হাসান, মো: ফাহিম ফয়সাল মাহির

ত্রিনাথ দাস (দলনেতা)

ডালিয়া আক্তার (প্রধান কোচ)

মো : সালাউদ্দিন রিজন (সহকারী কোচ)

বাংলাদেশ জুনিয়র দল (অনূর্ধ্ব২০) : রুবেল আহমেদ (অধিনায়ক), আশিকুর রহমান ফাহিম (সহঅধিনায়ক), সিয়াম আহমেদ, মো: নয়ন আহমেদ, নেওয়ান চাক, প্রেম চান, এরিকসন বিশ্বাস দ্বীপ, মো: রাতুল হাসান, আল মুক্তাদির মাহিন, অংতাইমং মারমা, মো: শাহরিয়া নাফিস, মো: আবু বক্কর সিদ্দিক, মো: শিহাব উদ্দিন, মো: মোহাইমিনুল হক

এসএম খালেকুজ্জামান স্বপন (দলনেতা)

মো: নাসির উল্লাহ (প্রধান কোচ)

আখতারুজ্জামান আওয়াল (সহকারী কোচ)

৫৯ Views
CATEGORIES

COMMENTS