প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:১১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৩, ১:৩২ অপরাহ্ণ
ভোলার চরফ্যাশনে ট্রলার ডুবির ঘটনায় ৫ জেলের লাশ উদ্ধার

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ভোলা): জেলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনায় মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় ৫ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে পটুয়াখলীর চরমন্তাজ এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলো মো- হারুন দর্জি, শরিফ হোসেন, ছত্তার হাওলাদার, নুর ইসলাম ও ফজলে করিম। এছাড়া সিহাব ও রহিম মাঝি নামে দুই জেলে নিখোঁজ রয়েছেন। তারা প্রত্যেকে চরফ্যশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল নোমান জানান, গত ২৭ তারিখ চরফ্যশনের সামরাজ মাছ ঘাট থেকে ১২ জন জেলে নিয়ে মাছ শিকারে যায় ট্রলারটি। পরদিন ভোরের দিকে ঢালচরের কাছাকাছি সাগরের মোহনায় তিনচর নামক পয়েন্টে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। এসময় সাতড়ে ৫ জেলে জীবিত ফিরে আসে ও ৭ জেলে নিখোঁজ রয়। আজ ৫ জনের লাশ পাওয়া গেছে।
তিনি আরো বলেন, নিখোঁজ অন্য দুইজনের সন্ধানে কাজ চলছে। নিহত প্রত্যেক জেলে পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা প্রদান করা হবে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit