প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১:০৩ অপরাহ্ণ
ভোলার লালমোহনে বিএনপি-জমায়াতের অপরাজনীতির বিরুদ্ধে সমাবেশ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ভোলা): জেলার লালমোহন উপজেলায় আজ ‘বিএনপি জামায়াতের নৈরাজ্য উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি, ধ্বংসাত্বক কর্মকান্ড ও অপরাজনীতির বিরুদ্ধে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় উপজেলার ধৌলিগরনগর ইউনিয়ন আওয়ামী লীগ উদ্যোগে চাতলা বাজারে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় প্রধান অতিথি বলেন, দেশের সংবিধানকে ক্ষত বিক্ষত করেছে জেনারেল জিয়া, এরশাদ ও খালেদা জিয়া। বিএনপি এখন বিদেশিদের পদলেহন করে কোন লাভ পাচ্ছেনা। তাই তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। এ অপশক্তিকে রুখে দিতে সবাইকে ঐকবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজে সামিল হওয়ার আহবান জানান তিনি।
ধৌলিগরনগর ইউনিয়ন আওয়ামী লীগ দক্ষিণ শাখার আহবায়ক মোস্তাফিজুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার প্রমূখ।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit