প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২২, ১১:২০ পূর্বাহ্ণ
ভোলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র উদ্বোধন

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ভোলা): ‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ, এ প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে কার্যক্রমের আয়োজন করে।
অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: ইকবাল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন, আবৃত্তি শিল্পী মসিউর রহমান পিংকু।
বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। সরকার শিশু অধিকার বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় বাস্তবায়নে আগামীতে এ শিশুদেও ভ’’মিকাই থাকবে প্রধান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন জানান, সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে আগামীকাল কন্যা শিশু দিবস পালন করা হবে। চিত্রাংকন, আবৃত্তি, সংগীত, নৃত্য, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরে সমাপনী দিনে আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit