শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মরণব্যাধি ক্যানসার প্রতিরোধে শৃঙ্খলিত জীবনযাপন গুরুত্বপূর্ণ: অধ্যাপক শরিফুল ইসলাম

মরণব্যাধি ক্যানসার প্রতিরোধে শৃঙ্খলিত জীবনযাপন গুরুত্বপূর্ণ: অধ্যাপক শরিফুল ইসলাম

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (রংপুর): রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শরিফুল ইসলাম বলেছেন, ক্যানসার একটি  প্রাণঘাতী ব্যাধি। ক্যানসার প্রতিরোধে শৃঙ্খল জীবনযাপন এবং সঠিক খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি আজ মঙ্গলবার ‘স্বকীয়তায় ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ক্যানসার দিবস, ২০২৫ উদযাপন উপলেেক্ষ্য রংপুর মেডিকেল কলেজের ১নং গ্যালারীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বিকন ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় বিকন ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাহান আফরোজ খানুমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, সহকারী অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আনোয়ার হোসেন, রেডিওথেরাপি বিভাগের এমডি ডা. খন্দকার মোঃ আরিফ হাসনাত ও রেডিওথেরাপিস্ট ডা. শফিকুল ইসলাম রিপন।

প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. শরিফুল ইসলাম বলেন, ধূমপান, জর্দার মতো অস্বাস্থ্যকর বিষয়ে অসচেতনতা ক্যানসারের ঝুঁকি বাড়ায়। এজন্য এসব খাবার পরিহার করতে হবে।

তিনি আরো বলেন, অনিয়ন্ত্রিত জীবন যাপনের জন্য নারীদের স্তন ক্যানসার ও পুরুষদের মুখগহ্বরের ক্যানসার আক্রান্তের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও জরায়ুমুখ ক্যানসার, অন্ত্র ও মলদ্বার ক্যানসার, খাদ্যনালী ক্যানসার, পাকস্থলী ক্যানসার ও ফুসফুস ক্যানসারের আধিক্যও লক্ষ করা যায়।

তিনি ক্যানসার নিয়ে আশঙ্কার বদলে নিয়মতান্ত্রিক জীবনযাত্রার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

১৩ Views
CATEGORIES

COMMENTS