প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৬:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ণ
মাদক ও জুয়া বিষয়ে কোন আপোষ নেই- দিনাজপুর জেলা পুলিশ সুপার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে দিনাজপুর জেলা পুলিশ সুপার তুমুল বৃষ্টি উপেক্ষা করে মঞ্চে ছাতা নিয়ে দাঁড়িয়ে তার প্রধান অতিথি হিসাবে বক্তব্যে বলেন- মাদক ও জুয়া বিষয়ে কোন আপোষ নেই।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় থানা ক্যাম্পাস চত্বরে জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন তার বক্তব্য বলেন, দেশ পরিবর্তন হয়েছে। পিছনের দিকে তাকানোর সুযোগ নেই। আপনারা সহযোগিতা চাইবেন, আমরা আপনাদের পাশে থাকবো।বীরগঞ্জ উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে সকলের সহযোগিতা চাই। বীরগঞ্জ থানাকে মডেল থানা তৈরির প্রচেষ্টায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অফ কমার্সের পরিচালক, বীরগঞ্জ ইট ভাটা মালিক সমিতির সভাপতি মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তদন্ত ওসি শিহাব উদ্দিন, থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনি, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিস, ১৬ মাইল মাদক নির্মূল কমিটির সভাপতি নুর আলম প্রমুখ।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit