রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদক ব্যবসায়ী ও সেবীদের জায়গা দিনাজপুরের কোথাও হবে না : দিনাজপুরের এসপি মারুফাত হুসাইন

মাদক ব্যবসায়ী ও সেবীদের জায়গা দিনাজপুরের কোথাও হবে না : দিনাজপুরের এসপি মারুফাত হুসাইন

স্টাফ রিপোর্টার : মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের জায়গা দিনাজপুরের কোথাও হবে না। বিরামপুর থানা পুলিশ আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন হুশিয়ারী ব্যক্ত করেন দিনাজপুরের এসপি মারুফাত হুসাইন। তিনি আরও বলেন, ইফটিজিং ও কিশোর গ্যাং দমনে কঠোর হতে হবে, তবেই কার্যত বাল্যবিয়ে রোধ হবে। তিনি অভিভাবকদের সচেতনতার উপর তাগিদ দেন। তিনি আরও ঘোষনা দেন, যে সমস্ত থানায় বালু সিন্ডিকেটসহ অবৈধ সিন্ডিকেট চলমানের খবর পাওয়া গেলে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।গর্বের সাথে তিনি বলেন চাকুরীকালীন সময়ে ১টি টাকাও অবৈধ্যভাবে গ্রহন করেননি, তার অধিনস্ত কেউ যদি এমন দু:সাহস দেখান তাহলে তাদেরকেউ দিনাজপুর পুলিশ বিভাগ থেকে বিতাড়িত করা হবে। জনগনের উদ্যেশ্যে তিনি আহবান জানান, ভাল পুলিশিং বাস্তবায়নে আপনারাও সহযোগি হবেন। বিরামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মোরশেদ মানিক, সহ-সভাপতি ফরিদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক রিপন মানিক চৌধূরী দিনাজপুরের এসপি মারুফাত হুসাইনকে  ফুলেল শুভেচ্ছা সহ সম্মমনা স্মারক তুলে দেন।
১৯ এপ্রিল (শনিবার) সকাল ১০টায় বিরামপুর থানার কনফারেন্স রুমে অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হকের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, বিরামপুর সার্কেল ইন্সপেক্টর ফারুক, থানার ওসি (তদন্ত) আতাউর রহমান।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য আনোয়ারুল ইসলাম,বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো: শফিকুল ইসলাম মামুন, জামায়াতে ইসলামী বাংলাদেশের বিরামপুর উপজেলা আমীর হাফিজুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু, যুবদলের উপজেলা সদস্য সচিব এ্যাডিশনাল পিপি এ্যাড: মিয়া মো: শিরন আলম, বিএনপি নেতা মুশফিকুর রহমান ও মাবুদ খন্দকার, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মোরশেদ মানিক প্রমুখ।

২৯ Views
CATEGORIES