প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩, ২০২৫, ৩:০১ অপরাহ্ণ
মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় নেতার সংবর্ধণা অনুষ্ঠান স্থাগিত ঘোষণা

এস.এম. সাইফুল ইসলাম কবির ,বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন হাওলাদারের ৪ জানুয়ারি পূর্ব ঘোষিত সংবর্ধণা অনুষ্ঠান এক প্রেস ব্রিফিংএ স্থাগিত ঘোষণা করা হয়েছে।
৩ জানুয়ারী শুক্রবার বেলা ১১টায় এ উপলক্ষে বারইখালী ফেরীঘাট সংলগ্ন এলাকায় বিএনপির দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত পথসভায় ও প্রেস ব্রিফিংএ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন বলেন, ৪ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্জেলর (ভিসি) ড. ওবায়দুল ইসলামের নাগরিক সংবর্ধণা অনুষ্ঠানকে সম্মান জানিয়ে একইদিনে পূর্ব ঘোষিত পৃথক অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা অনুষ্ঠানটি স্থাগিত রাখা হয়েছে। পরবর্তীতে অনুষ্ঠানের সময় জানানো হবে।
একই সাথে ভিসির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে সফল করার জন্য সকল নেতাকর্মীদের উপস্থিত হওয়ার আহবান জানান। এ সংক্ষিপ্ত পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির উপদেষ্টা বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, জাতীয়তাবাদী বন্ধুদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ মোস্তফা জামাল লিটুসহ স্থানীয় পর্যায়ের বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit