মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপনের কর্মসূচি

রংপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপনের কর্মসূচি

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (রংপুর): বিভাগীয় নগরী রংপুরে মহান স্বাধীনতা জাতীয় দিবস২০২৫ উদ্যাপনের লক্ষ্যে জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামীকাল প্রত্যুষে রংপুর পুলিশলাইন্স মাঠে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে

সূর্যোদয়ের সঙ্গেসঙ্গে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। একই সময়ে সব সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে

সকাল ৯টায় রংপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে

দিবসটি উপলক্ষে বেলা ১১টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা/মুক্তিযুদ্ধকালীন শহীদ পরিবার/শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনার আয়োজন করা হবে। বেলা ১১টা ৩০ মিনিটে একই স্থানে মহান স্বাধীনতা জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনাসভা অনুষ্ঠিত হবে

এছাড়া সুবিধাজনক সময়ে জেলার সব হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম, ভবঘুরে প্রতিষ্ঠান শিশু দিবাযত্ন কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা পর্যায়ের স্বস্ব প্রতিষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে নির্ধারিত সময়ে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে

ছাড়াও জেলার সব মসজিদে বাদ জোহর এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা অনুষ্ঠিত হবে

১৫ Views
CATEGORIES

COMMENTS