রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের জন্য সুপারিশকৃত তালিকা প্রকাশ করা হবে


পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী কয়েক দিনের মধ্যে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহারের জন্য মন্ত্রণালয়-পর্যায়ের কমিটির সুপারিশকৃত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে শুরু করবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মো. রেজাউল করিম জানান, “মন্ত্রণালয়ে আজ দুপুরে অনুষ্ঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটির ১২তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও ৫১৭টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটি গত চার মাসে হয়রানির লক্ষ্যে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মোট ৮,৮৩২টি মামলা প্রত্যাহারের প্রস্তাব করেছে।
এই মামলাগুলির প্রতিটিতে গড়ে কমপক্ষে ৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে। সেই অনুযায়ী, বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় পাঁচ লক্ষ নেতাকর্মীকে এসব মামলায় অভিযুক্ত করা হয়েছে।
সংক্ষুব্ধ ব্যক্তিরা আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং, বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং অথবা solicitor.lawjusticediv.gov.bd এর ইমেইল ঠিকানায় মামলা প্রত্যাহারের জন্য আবেদন করতে পারবেন।
এছাড়াও সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, যদি কেউ মামলা প্রত্যাহারের আবেদনের সাথে সংযুক্ত প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) বা আনুষ্ঠানিক অভিযোগের প্রত্যায়িত কপি সংগ্রহ করতে কোনও অসুবিধার সম্মুখীন হন, তাহলে জনগণ এফআইআর এবং আনুষ্ঠানিক অভিযোগের প্রত্যয়িত ফটোকপি জমা দিতে পারবেন।
সরকার ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর হয়রানির জন্য দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে মন্ত্রণালয় এবং জেলা পর্যায়ে দুটি পৃথক কমিটি গঠন করে, সংশ্লিষ্ট সকলকে ৩১ ডিসেম্বর, ২০২৪ সালের মধ্যে এফআইআর এবং চার্জশিট সহ আবেদন জমা দেয়ার আহ্বান জানিয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ছয় সদস্যের মন্ত্রণালয় পর্যায়ের কমিটির নেতৃত্ব দিচ্ছেন এবং সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট চার সদস্যের জেলা পর্যায়ের কমিটির নেতৃত্ব দিচ্ছেন।
মন্ত্রণালয় পর্যায়ের কমিটির সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব (আইন ও শৃঙ্খলা) এবং যুগ্ম সচিব (আইন), এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম সচিবের পদমর্যাদার নিচে নয়)। উপসচিব/সিনিয়র সচিব, সহকারী সচিব, আইন-১, জননিরাপত্তা বিভাগের সদস্য সচিবের দায়িত্ব ন্যস্ত করা হয়েছে।
জেলা পর্যায়ের কমিটির সদস্যরা হলেন পুলিশ সুপার (মেট্রোপলিটন এলাকার একজন ডেপুটি কমিশনার), পাবলিক প্রসিকিউটর (মেট্রোপলিটন এলাকার মামলার জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সদস্য সচিব)।
মামলা প্রত্যাহারের প্রক্রিয়ায় জেলা পর্যায়ের কমিটি থেকে প্রেরিত সুপারিশ পর্যালোচনা করে প্রত্যাহারের জন্য উপযুক্ত মামলাগুলির একটি তালিকা তৈরি করছে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি।
এছাড়াও, কমিটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর অধীনে দায়ের করা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলির আরেকটি তালিকাও তৈরি করা হবে। কারণ ফৌজদারি আইন সংশোধন আইন, ১৯৫৮ এর ধারা ১০ (৪) অনুসারে কমিশনের লিখিত আদেশ ছাড়া এই মামলাগুলি প্রত্যাহার করা যাবে না। সরকার পরবর্তীতে এই লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।
৫ Views