প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৫, ১:২৫ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (লক্ষ্মীপুর): জেলায় ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা, এলোপাতাড়ি গুলি ও চার শিক্ষার্থী হত্যা মামলায় লক্ষ্মীপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন আজিমকে গ্রেফতার করছে পুলিশ। শনিবার ভোররাত ৪টার দিকে শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আটক আমজাদ হোসেন আজিম পৌরসভার ৭নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন দেলুর ছেলে। শনিবার দুপুরে তাকে চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
আমজাদ হোসেন আজিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি জড়িত ছিল আজিম।
উল্লেখ্য, ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকার সামনে ছাত্র-জনতা ও পুলিশের ওপর হামলা চালায় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে সাদ আল আফনান, ওসমান গনি ও সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী নিহত।
এসময় তিন শতাধিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামীলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীকে আসামী করা হয়।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit