শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের কক্ষ সংকটে খোলা আকাশে বসার কষ্ট দূর হবে : ডিপিও নজরুল

শিক্ষার্থীদের কক্ষ সংকটে খোলা আকাশে বসার কষ্ট দূর হবে : ডিপিও নজরুল

স্টাফ রিপোটার : শ্রেণীকক্ষে-সংকটের কারণে শিক্ষার্থীদের পড়ালেখার চাহিদা থাকায় খোলা আকাশের নিচে ক্লাস নিতে হচ্ছে দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। বিদ্যালয়ে পাঠদান কক্ষ রয়েছে মাত্র ২টি।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে, দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) নজরুল ইসলাম জানান, তালিকাটি বিরামপুর উপজেলা শিক্ষা দপ্তর থেকে পাওয়ার পর বাস্তবায়নের সুপারিশ করে প্রধান দপ্তরে পাঠিয়েছেন। তিনি আশা করেছেন, দ্রæত সময়ের মধ্যে ভবন নির্মান দরপত্র প্রকাশ হবে। নতুন ভবন নির্মাান হলে শিশুদের কষ্ট লাঘব হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা বলেন, পুরাতন ভবনে অসুবিধা দুর করতে অধিক কক্ষযুক্ত নতুন ভবনের প্রয়োজন। তিনি যোগদানের পরেই সমস্যাটি জানতে পেরে নতুন ভবন নির্মানে বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নাম সহ আরও কয়েক প্রতিষ্ঠানের চাহিদা পত্র পাঠিয়েছেন ।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক গোলাম আজম বলেন, শিক্ষার্থী রয়েছে ১২১ জন। সেই তুলনায় শ্রেণী কক্ষ অনেক কম। এ জন্য বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ক্লাস নিতে হয়। নতুন ভবন পেলে সংকট দূর হবে।
বিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান বলেন, খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া কষ্টের, অপরদিকে প্রাকৃতিক পরিবেশে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ হারায়। সর্বোপরি বিদ্যালয়ের প্রতিরক্ষা দেয়াল না থাকায় বিদ্যালয়ের ভেতর দিয়ে অবাধে মোটরসাইকেল ও ট্রাক্টর চলাচল করায় ও উচ্চ শব্দে হর্ন বাজানোর কারণে সঠিকভাবে শিক্ষার্থীদের পড়ানোয় বিঘœতা ঘটে। তারপরেও শিক্ষার্থীদের চাহিদার কারণে খোলা আকাশের নিচে পাঠদান করাতে হচ্ছে।
কয়েক শিক্ষার্থীর অভিভাবকগন কষ্টের সাথে বলেন, উপজেলার অনেক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী অনেক কম হওয়া সত্বেও সেই সব বিদ্যালয়ে বাউন্ডারি ওয়ল সহ নতুন ভবন হয়েছে। অথচ এই বিদ্যালয়ের সুনাম থাকায় ও শ্রেণীকক্ষ কম থাকায় আমাদের সন্তানদের খোলা আকাশের নীচে অধ্যয়ন করতে হচ্ছে। তারা তাদের শিশুদের কল্যান ও বিকাশে সংশ্লিষ্ট দপ্তরের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন।
উক্ত ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা ও ঐ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জনার্ধন বলেন, শ্রেণীক্ষের সংকট চিরতরে দুর করতে পারবে নতুন ভবন।

৪১ Views
CATEGORIES