শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শেরপুরে মুক্তিযুদ্ধ বিষয়ে কুইজ প্রতিযোগিতা

শেরপুরে মুক্তিযুদ্ধ বিষয়ে কুইজ প্রতিযোগিতা

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (শেরপুর): মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে  আজ মুক্তিযুদ্ধভিত্তিক ও দেশাত্ববোধক সঙ্গীতানুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে  সকালে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।
জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান ও পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন এবং শেরপুর মডেল গার্লস ডিগ্রী কলেজের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগেঅনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র চিরঞ্জীব বঙ্গবন্ধু প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্র প্রদর্শনী শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

৬৭ Views
CATEGORIES

COMMENTS