মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সন্দ্বীপে সমন্বিত মৎস্য ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনা চালু করা সম্ভব: ফরিদা আখতার

সন্দ্বীপে সমন্বিত মৎস্য ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনা চালু করা সম্ভব: ফরিদা আখতার

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): সন্দ্বীপে সমন্বিত মৎস্য প্রাণিসম্পদ ব্যবস্থাপনা চালু করা সম্ভব বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

তিনি বলেন, সন্দ্বীপ মৎস্য প্রাণিসম্পদে ভরপুর। এখানে মহিষ, ভেড়াসহ মাছের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সন্দ্বীপসহ দেশের সর্বত্র মৎস্য প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে আজ দুপুরে সন্দ্বীপ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে  উপজেলার বিভিন্ন পিজি গ্রুপের নারী সদস্যদের সাথে মতবিনিময় এবং মৎস্য খামার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন

উপদেষ্টা বলেন, মৎস্য প্রাণিসম্পদ উভয় খাতকেই বিদ্যুৎ বিল একটি নির্দিষ্ট কমার্শিয়াল রেটে দিতে হয়। কিন্তু কৃষিতে আরো কম রেটে বিদ্যুৎ বিল দিতে পারে। আর তাই খামারিরা কৃষির মত ভর্তুকি মূল্যে যেন বিদ্যুৎ বিল দিতে পারে সে লক্ষ্যে মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, মৎস্য প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক তৈরি করা হচ্ছে। এর ফলে খামারিরা সহজ শর্তে প্রয়োজনীয় ঋণ সুবিধা পেতে পারেন

সন্দ্বীপ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. আতিয়ার রহমান, সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. আব্দুস ছাত্তার, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সন্দ্বীপ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মো. আলী আজম, উপজেলাধীন বিভিন্ন পিজি গ্রুপের নারী সদস্য মৎস্য খামারিরা সময় উপস্থিত ছিলেন।

এর আগে মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সন্দীপে চট্টগ্রাম জেলার বাঁশবাড়িয়া, সীতাকুণ্ডগুপ্তছড়া, সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

সময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের ফলেই সন্দ্বীপের উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, গত ৫০ বছরে সন্দ্বীপে কোনো উন্নয়ন হয়নিএটা আমাদের লজ্জার, কিন্তু অন্তর্বর্তী সরকারসন্দ্বীপের উন্নয়ন সাত মাসে দৃশ্যমান করেছে

১০ Views
CATEGORIES

COMMENTS