প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২২, ৯:০৪ পূর্বাহ্ণ
সাইদা মুনা তাসনিম ‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার-২০২২’ অ্যাওয়ার্ড পেলেন

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): ক্রেমলিন বুলগেরিয়া এবং পোল্যান্ডে গ্যাস সরবরাহ করার পর ইউরোপীয় ইউনিয়ন বুধবার রাশিয়াকে সতর্ক করে দিয়ে বলেছে কিয়েভের প্রতি সমর্থন ‘ব্লাকমেইল’ করে ফেরানো যাবে না।
মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে আলোচনার পর ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি’র সঙ্গে সাক্ষাতের জন্য জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস কিয়েভে পৌঁছানোর পর এই সতর্কতা জানাল ইইউ।যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম জলবায়ু কূটনীতিতে অবদানের জন্য যুক্তরাজ্য-ভিত্তিক বিশ্বখ্যাত ‘ডিপ্লোম্যাট’ ম্যাগাজিনের মর্যাদাবান ‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার-২০২২’ অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গত ২৫ এপ্রিল সোমবার লন্ডনের বিল্টমোর মেফেয়ারে ২৫০ জনেরও বেশি কূটনীতিকের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ‘ডিপ্লোম্যাট’ ম্যাগাজিনের সম্পাদক হাইকমিশনারের হাতে পুরস্কারটি তুলে দেন। এই প্রথম কোনো বাংলাদেশি কূটনীতিককে যুক্তরাজ্যে এমন স্বীকৃতি দেয়া হলো।
যুক্তরাজ্য ভিত্তিক ডিপ্লোম্যাট ম্যাগাজিন প্রদত্ত ‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ একটি বিশেষ মর্যাদাপূর্ণ পুরস্কার। যা যুক্তরাজ্য-ভিত্তিক ১৬৫টিরও বেশি দেশের রাষ্ট্রদূতদের মনোনয়ন এবং ভোটের ভিত্তিতে প্রতি বছর দেয়া হয়।
বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে পুরস্কার দেয়ার সময় ‘ডিপ্লোম্যাট’ যুক্তরাজ্যের সম্পাদক ভেনিশা ডি ব্লক ভ্যান কাফলার বলেন, লন্ডনে জলবায়ু কূটনীতিতে অসামান্য অবদান ও নেতৃত্বের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্ক জোরদারে অব্যাহত উদ্যোগ ও সাফল্যের জন্য তাঁকে এই সম্মাননা দেয়া হলো।
গত ১২ বার বছর ধরে প্রচলিত ‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ লন্ডনের কূটনীতিকদের জন্য সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত এবং এটি লন্ডনে অবস্থিত ১৬৫টিরও বেশি দেশের কূটনীতিকদের কর্মদক্ষতা ও সাফল্যের একটি অন্যতম প্রতিফলন।
‘ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার’ পুরস্কার গ্রহণকালে হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, এই স্বীকৃতি বিশেষ করে জলবায়ু কূটনীতির জন্য দেয়া হলো, তা আমার এবং আমার দেশের জন্য একটি বড় গর্বের বিষয়। আমি আমার প্রিয় রাষ্ট্রদূতদের কাছে অতন্ত্য কৃতজ্ঞ কারণ, তাঁরা আমাকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছেন।
সাইদা মুনা আরও বলেন, এই অ্যাওয়ার্ড প্রাপ্তির ক্ষেত্রে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও গভীরভাবে কৃতজ্ঞ, যিনি আমাকে ‘কপ-২৬’ এবং ক্লাইমেট ভালনারেবল ফোরামে বাংলাদেশের প্রেসিডেন্সির গুরুত্বপূর্ণ বছরে লন্ডনে বাংলাদেশের জলবায়ু কূটনীতির সুযোগ দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী ‘কপ-২৬’ এ জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে ঝুঁকির মুখোমুখি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং অন্যতম প্রভাবশালী জলবায়ু নেতার ভূমিকাই কেবল পালন করেননি, এ ক্ষেত্রে আমাদেরও অশেষ অনুপ্রেরণা যুগিয়েছেন। বিশেষ করে জলবায়ু কূটনীতি বিষয়ে তিনি আমাদের স্থানীয় শিক্ষক। হাইকমিশনার তাঁর অ্যাওয়ার্ডটি লাখো জলবায়ু অভিবাসী এবং বাংলাদেশসহ বিভিন্ন দেশে জলবায়ু বিপর্যয়ের শিকার অগণিত মানুষের প্রতি উৎসর্গ করেন।
পুতিন বুধবার সতর্কতা জারি করে বলেছেন, পশ্চিমা বাহিনী যদি ইউক্রেনে হস্তক্ষেপ করে তবে তারা ‘বিদ্যুৎ গতিতে’ সামরিক প্রতিক্রিয়ার মখোমুখি হবে।
পুতিন তার দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্রের মজুদের কথা উল্লেখ করে আইন প্রণেতাদের বলেছেন, ‘আমাদের কাছে এর সরঞ্জাম রয়েছে, যা অন্য কারো কাছে থাকার গর্ব করতে পারে না।’ ‘আমরা এটা নিয়ে গর্ব করবো না, প্রয়োজন হলে আমরা সেগুলো ব্যবহার করবো এবং আমি চাই যে সবাই তা জানুক।’ আমরা ইতোমধ্যেই এ বিষয়ে সব সিদ্ধান্ত নিয়েছি।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit