প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৪, ২০২৩, ১:২৬ অপরাহ্ণ
সাগরে বিকল ট্রলারে ভেসে থাকা ১১ জেলে উদ্ধার

পজিটিভ বিডি ২৪ ডট নিউজ (বরগুনা) : বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্ট এলাকায় ইঞ্জিন বিকল হওয়ায় ৩ দিন ধরে সাগরে ভেসে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ১১ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড’র সদস্যরা। মঙ্গলবার (১ আগস্ট) নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় পানি ঢুকে ওই ট্রলারের ইঞ্জিনটি বিকল হয়ে যায় বলে জানিয়েছেন উদ্ধার হওয়া জেলেরা।
বাংলাদেশ কোস্টগার্ডের পশ্চিম জোন দুবলার চর কন্টিনজেন্ট কমান্ডার এমএ ছত্তার সিপিও জানান, আমরা বৃহস্পতিবার রাতে খবর পাওয়া মাত্রই উদ্ধার অভিযান শুরু করি। শুক্রবার আমরা ট্রলার ও জেলেদের উদ্ধার করতে সক্ষম হই। জেলেরা খুবই কষ্টে ছিলেন।তারা সবাই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। জেলেদের উদ্ধার করে কোস্টগার্ডের দুবলার ক্যাম্পে খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ‘আমরা জেলেদের বাড়ি ফেরানোর জন্য কোস্টগার্ডের সঙ্গে কথা বলেছি।’
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit