সামাজিক ব্যাধি দূর করতে পুলিশ শিক্ষার্থীদের একসাথে কাজ করতে হবে- এসপি ইফতেখার


স্টাফ রিপোর্টার: দিনাজপুর জেলার পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদ (পিপিএম-সেবা) বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে সামাজিক ব্যাধি। সমাজ থেকে এসব ব্যাধি দূর করতে শিক্ষার্থী এবং পুলিশকে একসাথে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ।
২৫ জুলাই মঙ্গলবার বেলা ১২ টায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ হল রুমে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদ্বৈত্য কুমারের সভাপতিত্ব, জঙ্গিবাদ সন্ত্রাস মাদক বাল্যবিবাহ ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সভায় শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক এ এস এম আলমগীরের সঞ্চালনায়, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, সার্কেল এএসপি মনজুরুল ইসলাম, শিক্ষানবিশ এএসপি গোলাম মোর্শেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এবং প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক। আলোচনা সভা শেষে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ কলেজ চত্বরে বৃক্ষরোপন করেন।
১৭৯ Views