শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত

সিলেটে তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (সিলেট): সিলেটে তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার দিনব্যাপী সিলেট বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর কেন্দ্রীয় মিলনায়তন কেন্দ্রীয় মিলনায়তন সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫

তরুণ উদ্ভাবকদের উৎসাহিত সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে দিনব্যাপী সামিট অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদসহ অনেকে।

কামরুন নাহার সিদ্দীকা বলেন, আজকে নতুন তরুণ উদ্যোক্তারা কিভাবে আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ করতে চান এবং তাদের চিন্তাভাবনাগুলো কিভাবে পৃষ্ঠপোষকতা করা যায় লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি মনে করি, আজকের আয়োজনের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা তাদের কর্মকৌশল সবার সামনে উপস্থাপনের সুযোগ পেলেন।

তিনি বলেন, তরুণরা সাধারণত চাকরির পেছনে ছুটতে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। কারণে নতুন নতুন উদ্যোগের সঙ্গে যদি তরুণদের সম্পৃক্ত করা যায় বা তাদের চিন্তাভাবনাকে নার্সিং করা যায়, তবে তারা সহজেই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলতে পারবে

আইসিটি সেক্টর তরুণদের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে কামরুন নাহার সিদ্দীকা বলেন, আমরা তরুণ উদ্যোক্তাদের সামনে নিয়ে আসতে চাই। এমনকি তাদের চিন্তা চেতনা আমাদের জাতি গঠনে কিভাবে ভূমিকা রাখতে পারে, এই লক্ষ্যে আইসিটি ডিভিশন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে

অনুষ্ঠানে মাস্টার ক্লাস, ফায়ারসাইড চ্যাট দুটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়।স্টার্টআপ ফান্ডামেন্টালস : মাস্টারিং দ্যা এসেনশিয়ালস অব বিল্ডিং অ্যান্ড স্কেলিং বিজনেস’- শীর্ষক মাস্টারক্লাসে বক্তব্য রাখেন এন্ডুরিংএক্সের প্রতিষ্ঠাতা, টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা মির্জা সালমান হোসেন বেগ।

এছাড়াওদ্যা স্টার্টআপ জার্নি: অ্যান ইন্সপায়ারিং স্টোরি অব বিল্ডিং বিজনেস ফ্রম দ্যা গ্রাউন্ড আপ’- শীর্ষক ফায়ারসাইড চ্যাটে বক্তব্য রাখেন বিডিজবস লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম ফাহিম মাশরুর,  অথল্যাবের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান জুয়েল

পরবর্তীতেফ্রম আইডিয়া টু স্কেল : দ্যা স্টার্টআপ জার্নিএবংফ্রম পিচ টু ইনভেস্টমেন্ট : নেভিগেটিং দ্যা ফান্ডিং ল্যান্ডস্কেপশীর্ষক দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।ফ্রম আইডিয়া টু স্কেল : দ্যা স্টার্টআপ জার্নিশীর্ষক প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ।

প্যানেলিস্ট হিসেবে ছিলেনশিখোর প্রতিষ্ঠাতা সিইও শাহির চৌধুরী, সক্রিয় টেকনোলজিস লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুবীর মাহমুদ চৌধুরী, ইনভার্স এআইয়ের সহপ্রতিষ্ঠাতা এরশাদুর রহমান তালুকদার, সহপ্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল হক, টেকনেক্সট স্টাফ এশিয়া লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ফারহাত শফি চৌধুরী প্রমুখ

ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫ এর সিলেট পর্বের শীর্ষ ৮টি প্রকল্পের প্রতিযোগিরা বিশেষজ্ঞ বিচারক বোর্ডের সামনেপিচিং কম্পিটিশন’- অংশ নেন। শীর্ষ ৮টি প্রকল্প হলো ইনক্লুসিকেয়ার, প্রীতিলতা, অটোমামা, গেম চেঞ্জার, সাইনটক, সিনারবোটিকস, ইলেকট্রিক দাঁড়িকমা

ইয়ুথ স্টার্টআপ সামিটের প্রাথমিক লক্ষ্য হলো তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল কার্যকর সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং টেকসই ব্যবসায়িক মডেল গুলোকে উৎসাহিত করা

২৭ Views
CATEGORIES

COMMENTS