প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৪, ২০২৫, ১:৪২ অপরাহ্ণ
সিলেটে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (সিলেট): সিলেটে বিজিবির অভিযানে কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। আজ শনিবার বিজিবি সিলেট ব্যাটালিয়ন অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা মিনাটিলা,কালাইরাগ,বিছনাকান্দি,নোয়াকোট,দমদমিয়া,কালাসাদেক, শ্রীপুর, বাংলাবাজার,লাফার্জ,প্রতাপপুর,পান্থুমাই এলাকায় অভিযান চালায়।
অভিযানে ভারতীয় শাড়ী,চিনি,কম্বল,গরু,বিয়ার,টারগেট ট্যাবলেট এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন,পাথর ও শিং মাছ জব্দ করে। পাশাপাশি চোরাচালানী মালামাল পরিবহনে বব্যহৃত পিকআপ ও ট্রাক আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৮ লাখ ৯৭ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানের মালামালের ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit