প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৬, ২০২৫, ২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২২, ৯:৩৮ পূর্বাহ্ণ
সুপ্রিমকোর্টে ১ আগস্ট থেকে ডিজিটাল হাজিরা

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আগামী ১ আগস্ট থেকে ডিজিটাল (বায়োমেট্রিক) পদ্ধতিতে হাজিরা দিতে বলা হয়েছে।
আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগে কর্মরত সব কর্মকর্তা কর্মচারী চলতি বছরের ১ আগস্ট থেকে কর্মস্থলে আসা এবং যাওয়ার সময় ইলেকট্রনিক পদ্ধতিতে হাজিরা দিবেন।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলেকট্রনিক পদ্ধতিতে হাজিরা কার্যকর করার জন্য বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের আঙ্গুলের ছাপ আগামী ১৮ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত আপিল বিভাগের তথ্যপ্রযুক্তি (আইটি) শাখায় নেয়া হবে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit