প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৩:০২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৩, ১:৩০ অপরাহ্ণ
সুস্থ মানবিক জাতি গঠনে ধ্যানচর্চার আহ্বানের মধ্যে দিয়ে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপিত

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): ‘ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ’ বাস্তবায়নে সর্বস্তরের মানুষকে মেডিটেশনে উদ্বুদ্ধ করার আহ্বানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো বিশ্ব মেডিটেশন দিবস।
আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণসহ সারাদেশে প্রায় দেড় শতাধিক উন্মুক্ত স্থানে এ আহ্বান নিয়ে দিবস উদযাপন করেন গণমাধ্যম ব্যক্তিত্ব, চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থী, আইনজীবী, ব্যবসায়ী থেকে শুরু করে নানান পেশার নানান বয়সী সাধারণ মানুষ।
জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সকাল ৬টায় প্রাণায়াম, প্রত্যয়ন ও মেডিটেশন চর্চার পাশাপাশি এর গুরুত্বকে তুলে ধরে বক্তারা বলেন, বাংলাদেশে আসলে কোনো সমস্যা নেই। সমস্যা কেবল দৃষ্টিভঙ্গির। এদেশে সম্পদ আছে, মানুষ আছে, মানুষের ভালোবাসা আছে। এখন প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গির। দৃষ্টিভঙ্গি বদলে নিয়মিত মেডিটেশন চর্চার মাধ্যমেই সুস্থ কর্মোদ্যমী মানবিক সমমর্মী জাতি গঠন করা সম্ভব। তাহলেই ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ বিনির্মাণ সহজ হবে।
অনুষ্ঠানে কোয়ান্টাম মেথডের প্রবর্তক শহীদ আল বোখারী মহাজাতক অডিও বাণীতে প্রতিটি মানুষকে ধ্যানচর্চার আহ্বান জানিয়ে বলেন, মেডিটেশন বা ধ্যান অলৌকিক বা কষ্টসাধ্য কিছু নয়। মেডিটেশন হচ্ছে ব্রেনের ব্যায়াম। দৌড়ালে যেমন পায়ের পেশি শক্তিশালী হয় সাঁতার কাটলে কাঁধের পেশিশক্তি অর্জন করে তেমনি নিয়মিত মেডিটেশন চর্চা মস্তিষ্কের কর্মকাঠামো সুসংহত ও গতিময় করে। স্মৃতিশক্তি শাণিত করে ভাবাবেগকে সুনিয়ন্ত্রিত রাখে এবং নিজের কাজকে সবচেয়ে ভালোভাবে করার সক্ষমতা সৃষ্টি করে।
৩০ বছর আগে চিকিৎসাবিজ্ঞানী জাতীয় অধ্যাপক ড. নুরুল ইসলাম বলেছিলেন কোয়ান্টাম মেথড আধুনিক চিকিৎসাবিজ্ঞানের পরিপূরক। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সাথে কোয়ান্টাম মেথডকে যুক্ত করা হলে রোগীর রোগ নিরাময় সহজ হবে। বর্তমানে সারা বিশ্বের চিকিৎসাবিজ্ঞানীরাও বলছেন একই কথা। এ প্রেক্ষাপটে শিক্ষা ও স্বাস্থ্য পাঠ্যক্রমে মেডিটেশনকে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানীরা।
মেডিটেশনের গুরুত্ব বিবেচনায় ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে স্বীকৃতি দেয়ায় কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, এখন সময় এসেছে মেডিটেশনের বাণী চারপাশে ছড়িয়ে দেয়ার। বিশেষত তরুণ প্রজন্মকে মেডিটেশনের সাথে যুক্ত করতে পারলে তারাই গড়ে তুলবে ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’।
উৎসবমুখর এ আয়োজনকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক কাজী রওনাক হোসেন, মাছরাঙা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক রাশেদ আহমেদ, এনটিভির বার্তা সম্পাদক সীমান্ত খোকন প্রমুখ। নিয়মিত মেডিটেশন চর্চার গুরুত্বারোপ করে বক্তারা এসময় মেডিটেশনকে আমাদের সংস্কৃতির অংশ বলে মন্তব্য করেন।
এছাড়া জাতীয় প্রেস ক্লাবের পাশাপাশি রাজধানীসহ সারা দেশের দেড় শতাধিক উন্মুক্ত স্থানে একযোগে একই সময়ে সমবেত হয়েছিলেন লাখো মানুষ। কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে ২০২১ সাল থেকে দেশব্যাপী সকল শ্রেণির মানুষকে নিয়ে পালিত হয়ে আসছে বিশ্ব মেডিটেশন দিবস।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit