প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৩:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১:৫৪ অপরাহ্ণ
সেমাই ও নুডুলস উৎপাদন কারখানায় র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): রাজধানীর কামরাঙ্গীরচর এবং কেরানীগঞ্জ থানা এলাকায় অনুমোদনহীনভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই ও নুডুলস উৎপাদন ও বিক্রির কারখানায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিনজন উৎপাদনকারীকে মোট এক লাখ সত্তর হাজার টাকা জরিমানা করেছে।
আজ সকাল ১১টা ৩০মিনিট হতে বিকাল তিনটা পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-২ এর উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকায় দুইটি সেমাই উৎপাদন কারখানা এবং কেরানীগঞ্জ থানা এলাকায় একটি নুডুলস উৎপাদন কারখানায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
সেমাই কারখানা মিতালি ট্রেডার্সের মো. মনির হোসেন ও নাসির ট্রেডার্সের আ. রহমান আকাশ এবং প্রিমিয়াম ড্রাগন নুডলস কারখানার মো. আমিনুল ইসলামকে জরিমানা করা হয়।
মনিরকে বিশ হাজার টাকা ও আকাশকে-পঞ্চাশ হাজার টাকা এবং মো. আমিনুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা এবং অনুমোদন না পাওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার নির্দেশ প্রদান করে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit