প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ১০:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ
১ম শ্রেণীর পৌরসভায় ৩য় শ্রেণীর ফায়ার সার্ভিস ; অগ্নিকান্ড নিয়ন্ত্রনে ব্যর্থ !

স্টাফ রিপোর্টার : দিনাজপুরের দক্ষিনাঞ্চলের ৫ উপজেলার কেন্দ্রস্থল বিরামপুর। বানিজ্যিক ভাবে জনগুরুত্বপূন এলাকা ও ব্যাপক রাজস্ব আয়ের কারনে বিরামপুর পৌরসভা ১ম শ্রেনীতে উন্নীত হয়েছে। অথচ অগ্নিকান্ডে নিয়ন্ত্রনে বিরামপুরের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স প্রত্যাশা পূরনে বরাবরে হয় ব্যর্থ; ৩য় শ্রেণীভুক্ত হওয়ায়। আশে-পাশের ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ঝুকি এবং ক্ষয়-ক্ষতি বেড়ে যায় কয়েকগুন। এ বিষয়ে ১৯ মার্চ (বুধবার) দুপুরে বিরামপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় শুস্ক মৌসুমী প্রতিষ্ঠানটির সেবার মান বাড়ানোর তাগিদ দেয় বক্তরা।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধি সভায় অবহিত করেন বিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ৩য় শ্রেণী ভুক্ত, তাই কার্যকর সেবা দিতে তাদের ব্যতয় ঘটে। তাদের সংকটের বিষয়ে উদ্বর্তন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে, এখনও কোন সমাধান আসেনি।
বিরামপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও নুজহাত তাসনীম আওন সভায় বলেন, ১ম শ্রেনীর পৌরসভায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এ যাতে ১ম শ্রেণীতে উন্নীত হতে পারেন সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট দপ্তরে পত্র প্রেরন করবেন।
সভায় বক্তব্য রাখেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, ইউপি চেয়ারম্যানদ্বয় আবুল কালাম আজাদ ও আ: রাজ্জাক মন্ডল ,বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক হাফিজ উদ্দীন সরকার, চাদপুর মাদ্রাসার অধ্যক্ষ আ.ছ.ম হুমায়ুন কবীর, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা স্কাউট সম্পাদক ময়নুল ইসলাম, বিজিবি প্রতিনিধি মতুর্জা প্রমুখ।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit