প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৪, ২০২৫, ৪:১৭ অপরাহ্ণ
২৫ জানুয়ারী দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন : প্রধান অতিথি আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান

স্টাফরিপোর্টার: ২৫ জানুয়ারী’২৫ দিনাজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামায়াত ডাঃশফিকুর রহমান। সম্মেলন অনুষ্ঠানের জন্য মঞ্চ ও মাঠ সজ্জাসহ সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী। জামায়াতের এ কর্মী সম্মেলনকে ঘিরে পুরো জেলায় সাজ সাজ রব পড়ে গেছে। জামায়াতের নেতা-কর্মী ছাড়া ও সাধারণ জনগনের মাঝেও অনেকটা আনন্দ দেখা দিয়েছে। দীর্ঘদিন পর জামায়াতের এ সমাবেশ জামায়াত কর্মীদের আনন্দে যেন নতুন মাত্রা দিয়েছে। পোষ্টার-ব্যানার-ফেস্টুন দিয়ে পুরোশহর ও জেলার বিভিন্নউপজেলা সজ্জিত করা হয়েছে।২৪ জানুয়ারী শুক্রবার বিকালে দিনাজপুর জেলা জামায়াত নেতবৃন্দ মঞ্চ ও মাঠ সজ্জার সর্বশেষ প্রস্তুতিপরিদর্শন করেছেন। এ সময় দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, সাবেক জেলা আমীর আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম সহবিভিন্নপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দিনাজপুরবড়মাঠ থেকে দিনাজপুর শহর জামায়াতের উদ্দ্যোগে আমীরে জামায়াতকে দিনাজপুরে স্বাগত জানিয়ে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে। শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন ও শহর সেক্রেটারী কামরুল হাসান রাসেলের নেতৃত্বে মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের সর্বশেষ প্রস্তুতির বিষয়ে দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারী মুহাদ্দিস ড. এনামুল হক বলেন, আমরা ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। সম্মেলনকে কেন্দ্র করে জেলা জুড়ে মিছিল-সমাবেশসহ নানা কর্মসূচী পালিত হয়েছে। ইতোমধ্যে গনমাধ্যমকর্মীদের সাথেও মতবিনিময় করা হয়েছে।তিনি বলেন, আমাদের এ সম্মেলনে জেলার ১৩ উপজেলারআমাদের সকলকর্মীদের উপস্থিত করবো ইনশাআল্লাহ। শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন বলেন, আমাদের সম্মেলন সুষ্ঠু ও সুশৃংখল ভাবে সম্পন্ন করতে আমরা সব ধরনেরব্যবস্থা গ্রহণকরেছি। কর্মীরা সম্মেলনে যোগদানেরজন্য উন্মুখহয়েআছে। ইনশাআল্লাহ সম্মেলনসুন্দর ও সফলহবে।
সম্মেলনকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা ও জোরদার করা হয়েছে। মহিলাকর্মীদের বসার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসা, পানি-স্যানিটেশন, খাদ্যসহ প্রয়োজনীয় বিভাগ করে কর্মীদের সুন্দরভাবে সম্মেলনে যোগ দেয়ার ব্যবস্থা করা হয়েছে। বিরল উপজেলার জামায়াত কর্মী আব্দুস সালাম বলেন, আমরাআমীরে জামায়াতের নসীহা শোনারজন্য অপেক্ষা করছি। তার বক্তব্য শুনে আমরা সে অনুযায়ী আগামী দিনের কাজ করবো এবং বাংলাদেশে ইসলামের বিজয় নিশ্চিত করতে কাজ করে যাবো।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit