প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৫, ২:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৫, ১:৫০ অপরাহ্ণ
২ কার্গো এলএনজি, ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল সংগ্রহ করবে সরকার

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দুই কার্গো এলএনজি, ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল, ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল এবং ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের জন্য পৃথক পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ (এসিসিজিপি) কমিটির ১২তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে সরকার যুক্তরাজ্যের মেসার্স টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট হতে প্রায় ৬৯৪ কোটি ৪৭ লাখ টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করবে। প্রতি একক এলএনজির মূল্য হবে ১৪ দশমিক ৪৮ মার্কিন ডলার।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকার যুক্তরাজ্যের মেসার্স টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট হতে প্রায় ৬৮২ কোটি টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করবে। প্রতি একক এলএনজির দাম হবে ১৪ দশমিক ২২ মার্কিন ডলার।
বাণিজ্য মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের ভিত্তিতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ঢাকাস্থ গ্রিন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজ, ঢাকার মজুমদার প্রোডাক্টস লিমিটেড এবং যশোরের মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড থেকে ১৭৮ কোটি ৭৫ লাখ টাকায় ১ কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল ক্রয় করবে। যার প্রতি লিটার তেলের দাম হবে ১৬২ দশমিক ৫০ টাকা।
খাদ্য মন্ত্রণালয়ের এক প্রস্তাবের ভিত্তিতে সরকার ভারতের পাট্টাভি আ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫০০ মার্কিন ডলার ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল ক্রয় করবে। যার প্রতি মেট্রিক টন চালের মূল্য হবে ৪২৯ দশমিক ৫৫ মার্কিন ডলার।
বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের ভিত্তিতে টিসিবি স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৯৪ কোটি ২৩ লাখ টাকায় এমএস মদিনা ট্রেডিং কর্পোরেশনের কাছ থেকে ৫ হাজার মেট্রিক টন এবং এমএস পায়েল ট্রেডার্সের কাছ থেকে ৫ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয় করবে। যার প্রতি কেজি মসুর ডালের দাম হবে ৯৪ দশমিক ২৩ টাকা।
এছাড়াও, স্থানীয় সরকার বিভাগের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে ঢাকা ওয়াসার অধীনে সায়েদাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ প্রকল্প ফেজ-৩ এর আওতায় পৃথক কাজ চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এবং ঢাকার এইচআইসিসি-এসআরসি জেভিকে দেওয়া হয়েছে।
সম্পাদক : মোরশেদ মানিক
বি . এ, এল এল বি; ডিপ্লোমা ইন জার্নালিজম
প্রকাশক: রাহাতুল মওলা রাহাত
অফিসঃ মওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুর।
মোবাইল: ০১৯১৫০৫০৩৫৮
ইমেল: morshedmanik.news@gmail.com editor@positivebd24.news
© 2023 Positivebd24. All rights reserved. Designed by moinulit