বিরামপুর প্রেসক্লাবের আয়োজনে ইউএনওর বিদায় ও এসিল্যান্ডের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকারকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা ও উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনকে বরণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
৮ জুন (বৃহস্পতিবার) রাত ৯টায় বিরামপুর প্রেসক্লাবের আয়োজনে চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট এন্ড ফাস্ট ফুডে এ সংবর্ধনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক। এসময় বিদায়ী ইউএনও পরিমল কুমার সরকার ও নবাগত এসিল্যান্ড মুরাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন বিরামপুর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
প্রেসক্লাবের সহ-সভাপতি ফরিদ হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও পরিমল কুমার সরকার, নবাগত এসিল্যান্ড মুরাদ হোসেন, প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মওলা বক্স, ওসি সুমন কুমার মহন্ত, নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদ্বৈত্য কুমার অপু, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, থানার সেকেন্ড অফিসার (এসআই) এরশাদ মিঞা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, সিনিয়র সাংবাদিক ডা: নুরল হক প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দিন রুমি, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক এম আই তামিম, প্রচার সম্পাদক রিপন মানিক চৌধুরী, সাংবাদিক নেতা যথাক্রমে আবু তাহের, জাকিরুল ইসলাম, আব্দুল কাফি, জাহিনুর ইসলাম, একলাছুর রহমান, মিজানুর রহমান, নূর মোহাম্মদ, মাহমুদুল হক মানিক, নূরে আলম সিদ্দিকী নূূর প্রমুখ।
২০১ Views