রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল চোরের

স্টাফ রিপোর্টার :  বিরামপুরে রাতের আঁধারে একটি দোতলা বাড়িতে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জুয়েল (৩৫) নামে এক চোরের মৃত্যু হয়েছে। রোববার রাত ৩ টার দিকে পৌর শহরের প্রফেসর পাড়া (এমপি মোড়) মহল্লার আজিজার রহমানের বাড়িতে চাঞ্চল্যকর এঘটনা ঘটে।

মৃত ব্যক্তি জুয়েল পৌর শহরের কৃষ্টচাঁদপুর এলাকার দবির উদ্দিনের ছেলে। তার নামে বিরামপুর থানায় মাদক, চুরি ও মারপিটের ছয়টি মামলা রয়েছে। এছাড়া সে একাধিকবার মোবাইল কোর্টেও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিহার রঞ্জন সরকার বলেন, রোববার রাতে পৌরশহরের প্রফেসর পাড়ায় আজিজারের বাড়িতে চুরি করতে যান জুয়েল। এসময় বাড়ির দোতলার বেলকনিতে প্রবেশের সময় রেলিংএ হাত দিলে পল্লী বিদ্যুতের ১১ কেভি মেইন তারের সংস্পর্শে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে ঝলসে গিয়ে ছিটকে দোতলার ছাদ থেকে নীচে ড্রেনে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করে জুয়েল। বাসার মালিক বৈদ্যুতিক স্ফুলিঙ্গ ও পড়ে যাওয়ার শব্দ পেয়ে বাড়ি থেকে বের হয়ে নিচে এসে লাশ দেখে, জাতীয় সেবা ৯৯৯-এ ফোন দেয়। ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জুয়েলকে মৃত্যু অবস্থায় উদ্ধার করি।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ  সুমন কুমার মহন্ত বলেন, মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

৬৮ Views
CATEGORIES