শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ৫ আগস্ট (শনিবার) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পরিবারের নির্মম হত্যাকান্ডের ঘটনাবলী নিয়ে শোকাবহ এই আগস্ট মাসকে স্মৃতিচারণ করে বিশদ আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেন, বিরামপুর সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় মেজবাউল ইসলাম ও উম্মে কুলসুম বানু, ওসি সুব্রত কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দীন মন্ডল, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল ইসলাম । অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিরামপুর প্রেসসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী, মৎস্য কর্মকর্তা কাওসার আলী, ইউপি চেয়ারম্যান যথাক্রমে আবুল কালাম, হুমায়ন কবীর বাদশা ও আব্দুর রাজ্জাক মন্ডল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে যুব উন্নয়ন দপ্তর কর্তৃক বিভিন্ন জনের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া হয়েছে।

১২৪ Views
CATEGORIES