শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বগুড়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (বগুড়া): বগুড়া জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে  সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। সভায় আসন্ন ঈদুল ফিতরে  ঈদ যাত্রা নির্ভিঘœ করতে সাসেক্স-২ নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব সভাকে আস্বস্ত করেন। জেলা প্রশাসক জেলায় পণ্যবাহি ট্রাকে চাঁদাবাজি বন্ধের জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান। জেলাপণ্য বাহি ট্রাকে চাঁদাবাজির কারণে পণ্যের দাম বৃদ্ধি পেলে কঠোর পদক্ষেপ নেয়া হবেবলে তিনি হুশিয়ারী দেন। বাজার নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।  অসুভশক্তি , মজুদদার , মুনাফা লোভীদের চিহ্নিত করা হচ্ছে।
বগুড়ার মেডিকেল কলেজ থেকে মোহাম্মদ আলী হাসপাতাল পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণে প্রতিবন্ধকতা দূরে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে  নির্দেশদেন জেলা প্রশাসক।এ ছাড়া শুরু হওয়া বগুড়ার করতোয়া নদী পুন:খনন কাজও যথা সময়ের মধ্যে হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  হক।সভায় বলা হয় ,কোন উন্নয়ন কাজ ধীর গতিতে করা যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা:মোহাম্মদ শফিউল আজম,অতিরিক্ত পুলিশ সুপার ¯িœগ্ধ আখতার,  অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মেসবাউল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন ।

৪০ Views
CATEGORIES

COMMENTS