বিরামপুরে শহীদ আবু সাঈদ স্মৃতি ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট লীগের উদ্বোধন


স্টাফ রিপোটার : দিনাজপুরের বিরামপুরে শহীদ আবু সাঈদ স্মৃতি ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট লীগ-২০২৪ এর শুভ উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আশিকুল ইসলাম আশিক এর পিতা ফরিদুল ইসলাম। বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমীর আয়োজনে এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর টেক বাজার ও সহযোগী পার্টনার চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে এন্ড ফাস্টফুড এবং শাইখ স্পোর্টস।
৪ অক্টোবর বেলা ১১ টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমীর পরিচালক ও অধ্যক্ষ মুশফিকুর রহমান লিটন এর সভাপতিত্বে শহীদ আবু সাঈদ স্মৃতি ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট লীগ-২০২৪ এর শুভ উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের শহীদ আশিকুল ইসলাম আশিক এর পিতা ফরিদুল ইসলাম। শহীদ আশিকুল ইসলাম আশিক ঢাকা বনশ্রীতে ১৯ শে জুলাই শুক্রবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
শহীদ আবু সাঈদ স্মৃতি ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব -১৬ ক্রিকেট লীগের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, বিএনপির পৌর শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান উপদেষ্টা অদ্বৈত্য কুমার, বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোজাফফর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর মুহাম্মদ এনামুল হক, বিরামপুর মহিলা কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুশফিকুর রহমান, সিনিয়র সিটিজেন অ্যাডভোকেট মওলা বক্স, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী।
৯৭ Views