বিরামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত!


স্টাফ রিপোটার : বিরামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে পালিত হয়েছে। ১৫ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৪টায় র্যালী শেষে উপজেলা চত্বরে হাত ধোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও নুজহাত তাসনীম আওন।
উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা জনস্থাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান সোহান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক হাফিজ উদ্দীন সরকার, শাহ আলম মন্ডল ও নয়ন ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাত ধোয়া প্রদর্শন করেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোস্তাফিজুর রহমান মাসুম। পরবতীর্তে শিক্ষার্থীগন হাত ধোয়ায় অংশ নেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও স্কাউট’স, গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
৬৫ Views