শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক প্রদান উপজেলা প্রশাসনের আয়োজনে

বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক প্রদান উপজেলা প্রশাসনের আয়োজনে

স্টাফ রিপোটার  : বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠান হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে। ৪১ শিক্ষার্থীদের বাইসাইকেল ও ২৯১ জনের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।


১৭ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ২টায় ইউএনও নুসরাত তাসনীম আওনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভা হয়েছে। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুনা লায়লা, সমাজসেবা কর্মকর্তা আবদুল আউয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল চৌধূরী, প্রশাসনিক কর্মকর্তা আসমা বানু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক সামিউল ইসলাম।
ইউএনও অফিসের প্রধান সহকারী মকলেছার রহমান জানান, ৪১ বাইকেল বিবতরন করা হয়েছে। এ ছাড়াও ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১৬০ জনকে, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ৮৬ জনকে এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর ৪৫ জনকে শিক্ষা বৃত্তির চেক বিতরন করা হয়েছে।

৬৯ Views
CATEGORIES