বিরামপুর সরকারি হাসপাতালে চুরির দায়ে রানা আটক


স্টাফ রিপোটার : দিনাজপুরের বিরামপুরে সরকারি হাসপাতালে চুরি সময় রানা (২৫) নামের এক চোরকে স্থানীয়দের সহযোগিতায় আটক করে । বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি জানান, আটককৃত চোরকে বিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে মামলা করা হয়েছে। আটক রানা শহরের পূর্বজগন্নাথপুর (হঠাৎপাড়া) মহল্লার মৃত. হানিফের ছেলে।
২০ অক্টোবর (রবিবার) রাত ১টার দিকে হাসপাতালে সবাই যে যার কাজ করছিলো। এ সময় হাসপাতালে চুরি করতে ঢুকে রানা। এসময় হাসপাতালের ষ্টোররুমে রাখা ২৯টি পুরাতন ফ্যান, বিভিন্ন এসএস পাইপ, জানালার গ্রীল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পেয়ে চোর রানাকে আটক করে হাসপাতালে কর্মরতদের হস্তান্তর করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক দেশ বলেন, চুরির খবর পেয়ে মালামালসহ একজন চোরকে আটক করা হয়েছে। আটককৃত চোর সহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দিয়ে দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।
৪৬ Views