শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে হত্যা মামলায় তিন আসামী আটক করেছে থানা পুলিশ

বিরামপুরে হত্যা মামলায় তিন আসামী আটক করেছে থানা পুলিশ

স্টাফ বিপোটার : বিরামপুর  থানার কাটলা বাজারে আলোচিত রশিদুল হত্যা মামলাটি হওয়ার প্রথম দিনেই থানা পুলিশ ৩জনকে আটক করে পুলিশ কোটের মাধ্যমে আদালতে পাঠিয়েছেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, ২৫ অক্টোবর(শুক্রবার) রশিদুল হত্যা মামলাটি দায়ের করেন উত্তর দাউদপুর কাটলা গ্রামের মৃত সাহের উদ্দিনের ছেলে বিপ্লব আলম বিলু নামে এক ব্যক্তি। তিনি ১১৩ জন নামীয় ও অজ্ঞাত আরো ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি করেন। পুলিশী গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে, প্রথম দিনেই ৩ জনকে আটক করে ২৬ অক্টোবর পুলিশ কোর্টে পাঠিয়েছেন।

মামলায় বলা হয়, দক্ষিণ কাটলা ধানহাটি এলাকার মৃত: নুরুল হুদার ছেলে রশিদুল ইসলামকে (২৫) আসামীরা গত ২০২২ সালের ৫ জানুয়ারী কাটলা বাজারে মারপিট করে হত্যা করে। এ মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে শৈলান গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৭), চৌঘরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেনকে (৪৮) ও দক্ষিণ রামচন্দ্রপুরের মৃত: অবিনাস চন্দ্রের ছেলে স্বপন চন্দ্রকে (৫৩) আটক করে।
বিরামপুর থানা ৩ আসামীকে আটক করে পুলিশ ২৬ অক্টোবর দিনাজপুর পুলিশ কোর্টে পাঠিয়েছেন। পুলিশী অভিযান অব্যাহত আছে।

৯২ Views
CATEGORIES