শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ও ইউনিসেপ বিভাগীয় প্রতিনিধি

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ও ইউনিসেপ বিভাগীয় প্রতিনিধি

স্টাফ রিপোটার : ৩১ অক্টোবর (বৃহস্পতিবার ) দুপুরে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ও ইউনিসেপ(জাতিসংঘ শিশু তহবিল)বিভাগীয় প্রতিনিধিদল। দিনাজপুরের সিভিল সার্জন ডা: মো: আসিফ ফেরদৗস, এস.আই.এম.ও ডা:আল আমিন, ইউনিসেপ(জাতিসংঘ শিশু তহবিল) রাজশাহী এবং রংপুর বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ ও রাজশাহী এবং রংপুর বিভাগীয় হেলথ অফিসার ডা: বিকাশ চন্দ্র দাশ।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইউএইচও ডা: গোলাম রসুল রাখি পরিদর্শন টিমকে সাথে নিয়ে হাসপাতালের স্বাস্থ্য দেখতে জরুরী বিভাগ সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স, সকল কর্মকতা ও কর্মচারী তাদের কাযক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।
পরিদর্শন শেষে দিনাজপুরের সিভিল সার্জন ডা: মো: আসিফ ফেরদৗস দেশ রূপান্তরকে বলেন, বিরামপুর হাসপাতলে জনবল সংকটের মধ্যেও সেবার মান যথেষ্ঠ ভাল। জনবল সংকট দূর করা গেলে সেবার মানের আরো উন্নয়ন হবে।
ইউনিসেপ(জাতিসংঘ শিশু তহবিল) রাজশাহী এবং রংপুর বিভাগীয় প্রধান এ.এইচ তৌফিক আহমেদ বলেন, এই হাসপাতালের সাথে শিশু সুরক্ষা বিষয়ে যৌথ কার্যক্রম রয়েছে। জাতিসংঘ শিশু তহবিলের পক্ষে সরজমিনে দেখাই পরিদর্শনের উপযোগিতা।

৮৫ Views
CATEGORIES