নবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত


নবাবগঞ্জ(দিনাজপুর) সংবাদদাতা : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রদিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার (০১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলণ কক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিপ্তরের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আনিছুর রহমান বক্তব্য দেন। আলোচনা সভা শেষে ৩ জন যুব উদ্যোক্তাকে যুব ঋণের চেক ও ৬০ জনকে যুব প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষন ভাতা প্রদান করা হয়।
১০৩ Views