শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ-সমাবেশ

আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ-সমাবেশ

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (চট্টগ্রাম): ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে হামলার প্রতিবাদে চট্টগ্রামে পৃথক বিক্ষোভ-সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণঅধিকার পরিষদ।

সোমবার (২ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা। মশাল মিছিলটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে মইজ্জ্যারটেক চত্বরে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা।

এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে সোমবার রাতে নগরীর ষোলশহর স্টেশনে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিক্ষোভ-সমাবেশ শেষে সেখান থেকে একটি মিছিল নিয়ে মুরাদপুরে যান বিক্ষোভকারীরা।

মইজ্জ্যারটেক চত্বরে অনুষ্ঠিত গণঅধিকার পরিষদ ও শ্রমিক  অধিকার পরিষদের সমাবেশে বক্তারা বলেন, যে কোন দেশের কূটনৈতিক মিশন আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষিত। সেখানে এ ধরনের হামলা কেবল আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের জন্য হুমকি নয়, বরং দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্কের ওপরেও বিরূপ প্রভাব ফেলে। এ ঘটনা কেবল আঞ্চলিক স্থিতিশীলতাকে ব্যাহত করবে না বরং উগ্রবাদ ও সহিংসতার বিস্তারকেও উৎসাহিত করবে। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত এবং মিশনের নিরাপত্তা জোরদার করা হোক।

সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডা. এমদাদুল হাসান, শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো. সেলিম, যুব অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সভাপতি ইসুফুল আলম রুকন, কর্ণফুলী উপজেলা সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান মির্জা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের তসলিম, সহ-সভাপতি নাজিম উদ্দিনসহ গণ যুব, শ্রমিক ও ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে সোমবার রাতে নগরীর ষোলশহর স্টেশনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে ভারতের বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক উস্কানির’ অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সংগঠনটির চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির অভিযোগ, “ভারতীয়রা আমাদের কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে। তারা আমাদের মাতৃভূমি নিয়ে ষড়যন্ত্র করছে।”

সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ভারত শান্তি নষ্ট করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, “কোনো ধরনের ষড়যন্ত্র নতুন বাংলাদেশের যাত্রাকে বাঁধাগ্রস্ত করতে পারবে না। যদি কেউ বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করে, তাদের কঠিন হাতে দমন করা হবে। সবকিছুর ঊর্ধ্বে আমাদের দেশ। কিন্তু ভারত বিভিন্নভাবে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শান্তি নষ্ট করার চেষ্টা করছে। তাদের জন্য আমরা আলিফ ও আবরারকে হারিয়েছি। বাংলাদেশ কতটুকু শান্তিপূর্ণ, তা আমরা দুই দিন আগে প্রমাণ দিয়েছি।

৩২ Views
CATEGORIES

COMMENTS