শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের রুদ্ধশ্বাস জয়ে ম্লাণ মুশফিক-তাওহীদের ফেরা

চট্টগ্রামের রুদ্ধশ্বাস জয়ে ম্লাণ মুশফিক-তাওহীদের ফেরা

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (চট্রগ্রাম): চট্টগ্রামের তীরে এসে তরি ডুবানোর অভিজ্ঞতা হয়েছে আগের ম্যাচে। বরিশালের বিপক্ষে শেষ ওভারে ২৭ রান দিয়ে ম্যাচ হেরেছিল। আজকেও পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল।

রাজশাহী বিভাগের ৬ বলে দরকার ছিল ১৩ রান। নাঈম হাসানের নাটকীয় ওভার শেষে চট্টগ্রাম এবার আর ম্যাচ হারেনি। ৪ রানে ম্যাচ জিতে জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় জয়ের স্বাদ পায় তারা। তাদের রুদ্ধশ্বাস জয়ে ম্লাণ হয়েছে মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের মাঠে ফেরা। চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে এই ম্যাচ দিয়ে ফিরলেন দুই ব্যাটসম্যান।

সিলেটের একাডেমি মাঠে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে চট্টগ্রাম ৭ উইকেটে ১৯৮ রান করে।  জবাবে রাজশাহীর ইনিংস থেমে যায় ১৯৪ রানে। ফেরার ম্যাচে মুশফিক ও তাওহীদ রান পেয়েছেন ঠিকই। কিন্তু দলকে জেতাতে পারেননি।

মুশফিক ৩১ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৬ রান করেন। তাওহীদ ৩ চার ও ৬ ছক্কায় ৫০ বলে করেন ৬৯ রান। ১০২ রানের জুটি গড়ে মুশফিক ও তাওহীদ দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন খুব ভালোভাবে। কিন্তু ১৯তম ওভারে মুশফিক ও ২০তম ওভারে তাওহীদ সাজঘরে ফিরলে চট্টগ্রাম ম্যাচটা স্রেফ লুফে নেয়।

শেষ ওভারে তাদের জয়ের নায়ক নাঈম হাসান। ওভারের প্রথম বলে তাওহীদ হৃদয়কে ফেরান নাঈম। লো ফুলটস বল মিড উইকেটে তুলে মারতে গিয়ে সীমানায় ধরা পড়েন তাওহীদ। ক্রিজে এসে প্রথম বলেই ছক্কা হাঁকান প্রীতম। পরের বল ওয়াইড। তৃতীয় বলে নাঈম এলবিডব্লিউ করেন প্রীতমকে। নিহাদুজ্জামান চতুর্থ বলে রান আউট হলে ম্যাচ চট্টগ্রামের পক্ষে চলে আসে।

শেষ ২ বলে রাজশাহীর দরকার ছিল ৬ রান। নতুন ব্যাটসম্যান শফিউল ইসলাম নাঈমের ইয়র্কার বলে বেশি কিছু করতে পারেননি। পঞ্চম বলে ১ রানে খুশি থাকতে হয় তাকে। রাজশাহীর শেষ বলে দরকার ছিল বাউন্ডারি। ৪ হলে ম্যাচ টাই, ছক্কায় ম্যাচ জয়। কিন্তু ফরহাদ রেজাকে স্রেফ দর্শক বানিয়ে রাখেন নাঈম। দারুণ এক ইয়র্কার ডেলিভারীতে পরাস্ত করেন। তাতে ৪ রানের রুদ্ধশ্বাস জয় তুলে নেয় চট্টগ্রাম।

নাঈম ২৫ রানে ২ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। এর আগে চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে ফিফটির দেখা পান মুমিনুল ও ইরফান। ৩৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫২ রান করেন মুমিনুল। ইফরান ২৯ বলে ৮ চার ও ১ ছক্কায় করেন ৫৪ রান। শেষ দিকে নাঈম ১০ বলে ২ চার ও ১ ছক্কায় ২০ রান করলে দুইশর কাছাকাছি পুঁজি পায় চট্টগ্রাম।

স্নায়ু স্থির রেখে চট্টগ্রাম ম্যাচ জিতে বাজিমাত করেছে। অন্যদিকে রাজশাহী রয়েছে হারের বৃত্তে। ৫ ম্যাচে এটি তাদের চতুর্থ পরাজয়। মাঠে ফেরা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই ম্যাচেও রান পাননি। ১ বাউন্ডারিতে ৪ রানে থেমে যায় তার ইনিংস।

৫১ Views
CATEGORIES

COMMENTS