শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায়- সামাজিক অপরাধরোধে জনসহযোগিতা কামনা প্রশাসনের !

বিরামপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায়- সামাজিক অপরাধরোধে  জনসহযোগিতা কামনা প্রশাসনের !

স্টাফ রিপোটার : কিশোর গাং প্রতিহত, জুয়া মাদক সহ সামাজিক অপরাধ রোধে স্বস্ব পরিবারের ও সংশ্লিষ্ট এলাকার জনগন সামাজিকভাবে ঐক্যবদ্ধ হলে আইনগত ব্যবস্থা নেয়ার সবই সম্ভব, মন্তব্য ইউএনও নুজহাত তাসনীম আওনের।
দেশের কয়েক এলাকায় আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ধরতে গিয়েও পুলিশ আক্রান্ত হচ্ছে, বিরামপুরে সার্বজনিন ভাবে এ বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানান বিরামপুর থানার ওসি মমতাজুল হক।
বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১২টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভুমি) নাজিয়া নওরীন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, ইউপি চেয়ারম্যান যথাক্রমে হুমায়ুন কবীর বাদশা, আ: রাজ্জাক মন্ডল, আবুল কালাম ও আব্দুল মালেক মন্ডল, বিরামপুর প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক শাহ আলম মন্ডল, আনসার ভিডিপি তাহেরা খাতুন, চাদপুর মাদ্রাসার অধ্যক্ষ আ.ছ.ম হুমায়ুন কবীর, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম, বিজিবি প্রতিনিধি প্রমুখ।

১০৮ Views
CATEGORIES