চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সহ-অধিনায়ক মিরাজ


পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের সহ–অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আজ একথা জানানো হয়েছে।
২৭ বছর বয়সী মিরাজ এ পর্যন্ত বাংলাদেশের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি–টোয়েন্টি ক্রিকেটের সদ্য শেষ হওয়া আসরে মিরাজের নেতৃত্বে প্লে–অফ খেলেছে খুলনা টাইগার্স। এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারালেও দ্বিতীয় কোয়ালিফাইয়ারে চট্টগ্রাম কিংসের কাছে হেরে শেষ পর্যন্ত টুর্নামেন্টে তৃতীয় স্থান নিয়ে সন্তুস্ট থাকতে হয় খুলনাকে।
অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাট–বল হাতেও দুর্দান্ত পারফরমেন্স করেছেন মিরাজ। ১৪ ম্যাচে ৩৫৫ রান এবং ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন মিরাজ।
আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটেও ভালো ছন্দে আছেন মিরাজ। শেষ ৫ ম্যাচে ব্যাট হাতে তিনটি হাফ–সেঞ্চুরিতে ২৪০ রান ও বল হাতে ৪ উইকেট নেন তিনি।
৪০ Views