রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিএসই’র পরিচালনা পর্ষদের নতুন স্বতন্ত্র পরিচালক সৈয়দা জাকেরিন বখত নাসির

ডিএসই’র পরিচালনা পর্ষদের নতুন স্বতন্ত্র পরিচালক সৈয়দা জাকেরিন বখত নাসির

পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): জেড এন কনসালট্যান্টস এর প্রধান পরামর্শক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দা জাকেরিন বখত নাসির স্বতন্ত্র পরিচালক হিসেবে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি এর ১০৮৬তম পর্ষদ সভায় যোগদান করেছেন

ডিএসই আজ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত ১৩ ফেব্রুয়ারি ডিএসই স্বতন্ত্র পরিচালক হিসাবে তাঁর নিয়োগ অনুমোদন করেছে

আজ পরিচালনা পর্ষদের সভায় নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, “৩২ বছরেরও অধিক সময় ধরে প্রাতিষ্ঠানিক মানবসম্পদ উন্নয়নে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব সৈয়দা জাকেরিন বখত নাসিরকে পরিচালক হিসেবে নিয়োগের মাধ্যমে ডিএসই পরিচালনা পর্ষদ পূর্ণতা পেল। বিভিন্ন সেক্টর থেকে আসা বহুমুখী অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিবর্গের অভিজ্ঞতা সমন্বয়ের মাধ্যমে এই পরিচালনা পর্ষদ সকলকে সাথে নিয়ে পুঁজিবাজার তথা দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কাজ করবে।

সৈয়দা জাকেরিন বখত নাসির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স এবং ব্যাংকিং বি.কম (অনার্স) এবং ফিন্যান্স এম.কম ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে পাকিস্তানে সিমেন্সের একটি সিস্টার কনসার্নে মানবসম্পদ বিভাগে কার্যকরী অভিজ্ঞতা অর্জন করেন। এছাড়াও তিনি জার্মানির সিমেন্সের প্রধান কার্যালয়ের এইচআর বিভাগের সাথে সংযুক্ত ছিলেন

তাঁর রয়েছে ৩২ বছরেরও অধিক সময় মানবসম্পদ বিষয়ে কাজ করার অভিজ্ঞতা, এবং মানবসম্পদ কার্যাবলীর সকল দিক, বিশেষ করে প্রতিষ্ঠানের সাংগঠনিক প্রক্রিয়াগত উন্নয়নসহ কৌশলগত চিন্তাভাবনা, পরিবর্তন ব্যবস্থাপনা, আইনি সম্মতি, নেতৃত্ব উন্নয়ন, প্রক্রিয়া উন্নয়ন, মানবসম্পদ দক্ষতা, প্রতিভা ব্যবস্থাপনা এবং সাংগঠনিক উন্নয়নে  বিশেষ দক্ষতা

এছাড়াও তিনি দুটি আন্তর্জাতিক সংস্থা আমেরিকান এক্সপ্রেস ব্যাংক লিমিটেড এবং সিমেন্স বাংলাদেশ লিমিটেডের হেড অব হিউম্যান রিসোর্সেস হিসেবে দায়িত্ব পালন করেছেন

তিনি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের (বিএইচআরএম) এর প্রতিষ্ঠাতা সহসভাপতি। তিনি বর্তমানে জেড এন কনসালটেন্টস এর প্রধান পরামর্শক সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি স্বাধীন এইচআর কনসালটেন্ট হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের এইচআর সহায়তা সাংগঠনিক উন্নয়ন, প্রতিভা অর্জন ধরে রাখা এবং ক্ষতিপূরণ কৌশলগুলোতে বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন

উল্লেখ্য, স্বতন্ত্র পরিচালক হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব . নাহিদ হোসেন গত ডিসেম্বর ২০২৪ তারিখে ডিএসই পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন। . নাহিদ হোসেন পদত্যাগ করার ফলে শূন্য হওয়া পরিচালক পদে সৈয়দা জাকেরিন বখত নাসিরকে নিয়োগ প্রদান করা হয়৷

৪২ Views
CATEGORIES

COMMENTS