আইসিসি বাংলাদেশ’র সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক


পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং গত সোমবার ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ’র সভাপতি মাহবুবুর রহমান ও নির্বাহী বোর্ড সদস্যদের সঙ্গে এক বৈঠক করেছেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আইসিসি বাংলাদেশ কার্যালয়ের এই বৈঠকে তারা উভয় প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী করার বিষয়ে আলোচনা করেছেন।
সভাপতি মাহবুবুর রহমান এডিবি কান্ট্রি ডিরেক্টরকে স্বাগত জানিয়ে বলেন, এডিবি বহুবছর ধরে আইসিসি বাংলাদেশে’র বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করে আসছে।
২০০০ সালে এডিবির তৎকালীন সভাপতি তাদাও চিনো ঢাকায় অনুষ্ঠিত ‘আইসিসি এশিয়া কনফারেন্স অন ইনভেস্টমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ’ এ অংশগ্রহণ করেছিলেন। এরপর ২০১৫ সাল থেকে এডিবি ও আইসিসি বাংলাদেশ যৌথভাবে ট্রেড ও সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রামের (টিএসসিএফপি) আওতায় বিভিন্ন কর্মশালা ও কনফারেন্স আয়োজন করে আসছে।
মাহবুবুর রহমান বাংলাদেশে এডিবির ধারাবাহিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) গুরুত্ব¡ তুলে ধরেন।
এডিবি’র কান্ট্রি ডিরেক্টর জিয়ং বলেন, বাংলাদেশে টেকসই উন্নয়নের লক্ষ্যে এডিবির সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ করে বাণিজ্যের ডিজিটালাইজেশন, আর্থিক সুবিধা বৃদ্ধি ও টেকসই ব্যবসায়িক চর্চার ক্ষেত্রে আইসিসি বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন।
বৈঠকে আইসিসি বাংলাদেশের সহ-সভাপতি এ. কে. আজাদ এবং নাসের এজাজ বিজয়, নির্বাহী বোর্ড সদস্য- আব্দুল হাই সরকার, আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), মো. ফজলুল হক, মীর নাসির হোসেন, নাসির উদ্দিন আহমেদ (পাভেল), মোহাম্মদ হাতেম, সিমিন রহমান, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার, আইসিসিবি মহাসচিব আতাউর রহমান, এডিবির সিনিয়র বিনিয়োগ কর্মকর্তা বিদ্যুৎ কুমার সাহা এবং আইসিসি বাংলাদেশের জেনারেল ম্যানেজার অজয় বি. সাহা উপস্থিত ছিলেন।
৩৪ Views