বিরামপুরে আর্ন্তজাতিক নারী দিবস পালন : জাতীয় ভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বিরামপুরের রত্নাগর্ভা মা মেরিনা বেশরা


স্টাফ রিপোর্টার : ৮ মার্চ (শনিবার) বিকেলে বিরামপুরে আর্ন্তজাতিক নারী দিবস পালন করেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বিরামপুরের বিনাইল ইউনিয়নের রত্নাগর্ভা মা মেরিনা বেশরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে সভায় দিবসটির গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারত জাহান। উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধূরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, বিরামপুর প্রেসক্লাব কলেজবাজারের সভাপতি মোরশেদ মানিক, কলাবাগানের আহবায়ক শাহ আলম মন্ডল, ইউপি সদস্যা ইসমত আরা, এনজিও প্রতিনিধি ব্রাকের রেজাউল করিম। পবিত্র কুরআন তেলয়াত করেন আব্দুস সোবহান, গীতা পাঠ করেন অর্পনা সরকার।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন অবহিত করেন বিরামপুরের বিনাইল ইউনিয়নের রত্নাগর্ভা মা মেরিনা বেশরা আজ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জৈতা হয়ে প্রধান উপদেষ্ঠার নিকট থেকে পদক ও সম্মমনা গ্রহন করেছেন।
৩৯ Views