কেওআইসিএ বাংলাদেশকে ৮.৮৫ মিলিয়ন ডলার অনুদান দেবে


পজিটিভ বিডি ২৪ডট নিউজ (ঢাকা): সড়ক খাতের একটি প্রকল্পের জন্য বাংলাদেশকে ৮.৮৫ মিলিয়ন ডলার অনুদান প্রদানের জন্য আজ বাংলাদেশ সরকার এবং দক্ষিণ কোরিয়া সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির মধ্যে (কেওআইসিএ) পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ বিষয়ে ‘ক্যাপাসিটি ডেভলপমেন্ট ফর স্মার্ট মেনটেনেন্স টেকনোলজি অব ব্রিজেজ, আন্ডার রোডস এন্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ’ প্রকল্পের রেকর্ড অব ডিসকাশন (আরওডি) এবং টার্মস অব রেফারেন্স (টিওআর) আজ স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও অনুবিভাগ প্রধান (এশিয়া, জেইসি ও এফএন্ডএফ) মিরানা মাহরুখ এবং দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে কেওআইসিএ-এর কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিম আরওডি ও টিওআর স্বাক্ষর করেন।
এই প্রকল্পটি সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীনে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হবে।
প্রকল্পটি বাস্তবায়নের জন্য কেওআইসিএ ৮.৮৫ মিলিয়ন ডলার (প্রায় ১০৮.০০ কোটি টাকা) অনুদান প্রদান করবে।
প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সেতু রক্ষণাবেক্ষণের মাধ্যমে সেতুর নিরাপত্তা ব্যবস্থা উন্নতকরণ।
৭ Views